উত্তম মণ্ডলঃ
আজ ১২ আগস্ট, বিশ্ব হস্তী দিবস। ইতিমধ্যেই হাতিকে জাতীয় হেরিটেজ প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে সরকারিভাবে। এবার সেই হাতিদের রক্ষা করা এবং পাশাপাশি জনসাধারণের মধ্যে হাতি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ রাজনগর ডাকবাংলো নজরুল মঞ্চে রাজনগর বনদপ্তরের উদ্যোগে পালিত হলো বিশ্ব হস্তী দিবস। প্রসঙ্গত উল্লেখ্য, মাঝে মধ্যেই পাশের রাজ্য ঝাড়খণ্ডের জঙ্গল থেকে বুনো হাতির দল রাজনগরের বিভিন্ন গ্রামে ঢুকে পড়ে। বনদপ্তর, পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের উদ্যোগে সেইসব সেই হাতির দলকে তাদের গতিবিধি লক্ষ্য করে পুনরায় পাশের রাজ্যের জঙ্গলগুলিতে তাড়িয়ে দেওয়া হয়। হাতির দল লোকালয়ের কাছাকাছি চলে আসায় অনেক সময় সাধারণ মানুষেরা অতি উৎসুক হয়ে হাতিগুলোকে বিভিন্নভাবে বিরক্ত করেও থাকেন। এর ফলে হাতিদের মধ্যেও মাঝে মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। এরপর থেকে হাতি যাতে আক্রমণাত্মক হয়ে মানুষের কোন ক্ষতি না করে, সাধারণ মানুষকে সেই বিষয়ে সচেতন করা হয়। হাতিদের কোনোভাবেই বিরক্ত না করে তাদের রক্ষা করা এবং তাদের যাতে কোনো রকম ক্ষতি না হয় সে বিষয়ে জনসচেতনতা বাড়াতে রাজনগরের নজরুল মঞ্চে আজ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিষয়গুলি তুলে ধরা হয়। হাজির ছিলেন ডি এফ ও দেবাশীষ মহিমা প্রসাদ প্রধান, অ্যাডিশনাল এস পি, বোলপুর সুরজিৎ কুমার দে, ডি এস পি, ক্রাইম মোঃ ফিরোজ হোসেন, এস ডি ওয় (সদর) অনিন্দ্য সরকার, এ ডি এফ ও শ্রীকান্ত ঘোষ, রাজনগর শুভদীপ পালিত, রেঞ্জার কুদরতে খোদা, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর থানার ওসি দেবাশীষ পণ্ডিত, চন্দ্রপুর থানার ওসি অভিষেক হালদারসহ বহু বিশিষ্টজনেরা। এদিন রাজনগর রেঞ্জের কিছু কর্মীকে তাদের অসাধারণ কৃতিত্বের জন্য বনদপ্তরের তরফে পুরস্কৃত করা হয়। পাশাপাশি রাজনগর রেঞ্জের রেঞ্জার কুদরতে খোদাকেও সম্মাননা জ্ঞাপন করা হয় এই মঞ্চ থেকে। এর থেকে হাতি বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়বে বলেই মনে করা হচ্ছে।