বীরভূম জেলার ১৯টি ব্লকের সভাপতি এবং সহকারি সভাপতি নামের তালিকা

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

১) বোলপুর-শ্রীনিকেতন ব্লক (তৃণমূল) সভাপতি-কাজী মহম্মদ হানিফ, সহকারি সভাপতি-জুলেখা মন্ডল

২) দুবরাজপুর ব্লক (তৃণমূল) সভাপতি-বুদ্ধদেব হেমরম, সহকারি সভাপতি-স্বপন মন্ডল

৩) ইলামবাজার ব্লক (তৃণমূল) সভাপতি-সুদীপা সাহা হালদার, সহকারি সভাপতি-দুলাল চন্দ্র রায়

৪) খয়রাশোল ব্লক (তৃণমূল) সভাপতি-অসীমা ধীবর, সহকারি সভাপতি-তারাপদ দাস

৫) লাভপুর ব্লক (তৃণমূল) সভাপতি-সাবিনা খাতুন, সহকারি সভাপতি-শোভন চৌধুরী

৬) ময়ূরেশ্বর ১ নম্বর ব্লক (তৃণমূল) সভাপতি-ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সহকারী সভাপতি-নির্মল লেট

৭) ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক (তৃণমূল) সভাপতি-অনিতা আদিত্য, সহকারী সভাপতি-জটিল মন্ডল

৮) মহম্মদবাজার ব্লক (তৃণমূল) সভাপতি-পরবাসীনি মুর্মু, সহকারি সভাপতি-আলম শ্যামসুল শেখ

৯) মুরারই ১ নম্বর ব্লক (তৃণমূল) সভাপতি-বিপ্লব শর্মা, সহকারি সভাপতি-আফতাব আহমেদ

১০) মুরারই ২ নম্বর ব্লক (তৃণমূল) সভাপতি-মহম্মদ মোকাম্মেল হোসেন, সহকারি সভাপতি-ফরিদা পারভীন

১১) নলহাটি ১ নম্বর ব্লক (তৃণমূল) সভাপতি-আসাদুজ্জামান, সহকারী সভাপতি-অপূর্ব রঞ্জন হুরি

১২) নলহাটি ২ নম্বর ব্লক (তৃণমূল) সভাপতি-বরুন ভট্টাচার্য, সহকারী সভাপতি-অমিতা মন্ডল

১৩) নানুর ব্লক (তৃণমূল), সভাপতি-কৃষ্ণ গোপাল মাঝি, সহকারি সভাপতি-অশোক কুমার ঘোষ

১৪) রাজনগর ব্লক (তৃণমূল), সভাপতি-নিবেদিতা সাহা, সহকারী সভাপতি- পরিমল সাহা

১৫) রামপুরহাট ১ নম্বর ব্লক (তৃণমূল) সভাপতি-মহুয়া সাহা, সহকারী সভাপতি-প্রশান্ত কুমার লেট

১৬) রামপুরার ২ নম্বর ব্লক(তৃণমূল) সভাপতি-সাহারা খাতুন, সহকারি সভাপতি-সুপ্রিয় রঞ্জন মন্ডল

১৭) সাঁইথিয়া ব্লক (তৃণমূল) সভাপতি- প্রশান্ত সাধু, সহকারি সভাপতি-নিবেদিতা বাগদি

১৮) সিউড়ি ১ নম্বর ব্লক (তৃণমূল) সভাপতি- ইন্দ্রজিৎ মন্ডল, সহকারী সভাপতি-শিবলাল মুর্মু

১৯) সিউড়ি ২ নম্বর ব্লক (তৃণমূল) সভাপতি- রুপা সাহা, সহকারী সভাপতি-দেবানন্দ মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *