দীপককুমার দাসঃ
রবীন্দ্রপল্লী সেবা ও সৎকার সমিতির উদ্যোগে এবছর ও স্বাধীনতা দিবসের দিন দুপুরে হয়ে গেল বীরভূম জেলা ব্যাপী অঙ্কন প্রতিযোগিতা।পাঁচটি বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় হাজারের কাছাকাছি প্রতিযোগী অংশ গ্রহণ করে।প্রতিযোগিতা অনুষ্ঠিত হবার কথা ছিল সিউড়ির বীরভূম ইন্ডোর ষ্টেডিয়ামে। প্রতিযোগীর সংখ্যা অত্যাধিক হবার কারণে শুধু বীরভূম ইন্ডোর ষ্টেডিয়ামই নয়, ডিএস এ মাঠের গ্যালারির নীচের রুমগুলিতে ও মোর বাজারের দ্বিতলে অনুষ্ঠিত হয়। রবীন্দ্র পল্লী সেবা ও সৎকার সমিতির সভাপতি আবীর মুখোপাধ্যায় বলেন, এবার বীরভূম জেলা ব্যাপী এই অঙ্কন প্রতিযোগিতার পঞ্চম বর্ষ। প্রতি বছর প্রতিযোগীর সংখ্যা বেড়ে চলেছে। এবার পাঁচটি বিভাগে ৯০০এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। বীরভূম জেলায় কোন অঙ্কন প্রতিযোগিতায় এত সংখ্যক প্রতিযোগী অংশ গ্রহণ করেছে কিনা জানা নেই। এদিন এই প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীদের পাশাপাশি অভিভাবকদের ভিড়ে ভরে গিয়েছিল বীরভূম ইন্ডোর ষ্টেডিয়াম চত্বর।