
দীপককুমার দাসঃ

শনিবার বিকালে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সিউড়ি পৌর আঞ্চলিক শাখার উদ্যোগে বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সিউড়ির গীতশ্রী অনুষ্ঠান ভবনে। সিউড়ি পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, গল্প পাঠ, অঙ্কন প্রবন্ধ লেখা সহ বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। সংগঠন সূত্রে জানা যায়, ১৯৯২সাল থেকে প্রতিবছর এই সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজ পৌরস্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আগামী ২৭ আগষ্ট সমিতির নিজস্ব ভবন সত্যপ্রিয় ভবনে জেলা মহকুমা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ১০ সেপ্টেম্বর সিউড়ির শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠে জেলা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ১ অক্টোবর কলকাতার টাকী গভঃমেন্ট হাইস্কুলে রাজ্যস্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি স্তরের প্রথম হওয়া প্রতিযোগীরা পরবর্তী স্তরে অংশ গ্রহণের সুযোগ পাবে। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক আশীষ বিশ্বাস বলেন, এবারে আবৃত্তি, গান, নৃত্য, গদ্যাংশ পাঠ, গল্প পাঠ, হিন্দি কবিতা, উর্দু কবিতা, ভাওয়াইয়া গান, সাঁওতালি কবিতা সহ মোট ৩২টি বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের পাঠ্যসূচী কেন্দ্রীক লেখাপড়া দিয়ে একজন প্রকৃত মানুষ গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষার্থীদের ভিতরের সৃজনশীল প্রতিভাকে বিকশিত করার জন্য এই ধরনের সংস্কৃতি চর্চা অত্যন্ত প্রয়োজন। এদিন এই অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট লেখক ও বাচিক শিল্পী সন্দীপন রায়।





