সবুজায়নের লক্ষ্যে এক নয়া ভাবনা; বীরভূমের জঙ্গলে জঙ্গলে সীডবলের সাহায্যে অভিনব পদ্ধতিতে বীজরোপণ

শম্ভুনাথ সেনঃ

একদিকে অরণ্যসম্পদ বৃদ্ধি, অন্যদিকে উষ্ণায়নের হাত থেকে পরিবেশ রক্ষা ও বনের পশু-পাখিদের খাদ্যের নিশ্চয়তা, এমন ভাবনা নিয়ে এক অভিনব পদ্ধতিতে সবুজায়নের লক্ষ্যে এগিয়ে এসেছে বীরভূমের ময়ূরেশ্বর দু’নম্বর ব্লকের “নপাড়া মহিলা কল্যাণ সমিতি”। বেশ ক’বছর ধরে সংস্থার মহিলা সদস্যরা এলাকায় জাম, কাঁঠাল, বড়াল, খেজুর, তেঁতুল এমন নানা বীজ সংগ্রহ করে, সেগুলো মাটি, সার, গোবর মেখে তার ভিতরে একটি করে বীজ পুরে তৈরি করেছে “সীড বল”। আর তা ছড়িয়ে দিচ্ছেন জঙ্গলের ভেতর ফাঁকা জায়গায় কিংবা ময়ূরক্ষী নদী তীরবর্তী পতিত জমিতে। এই সীডবল বীরভূমের ঘন জঙ্গলের ভিতর গুলতি দিয়ে পৌঁছে দিচ্ছেন সংস্থার সদস্যরা। এই বলগুলি বৃষ্টির জলে গ’লে জন্মাবে গাছ। আপনা আপনি বেড়ে উঠবে জঙ্গলের ভিতর। অভিনব পদ্ধতিতে এমন বনসৃজনের কথা জানিয়েছেন সংস্থার এক্সিকিউটিভ চন্দন বন্দ্যোপাধ্যায়। বৃক্ষরোপনের এই নয়া উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এই বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নিয়েছেন পড়ুয়া থেকে সাধারণ মানুষজনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *