“জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস” উদযাপন বীরভূমের সিউড়ীতে

শম্ভুনাথ সেনঃ

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বীরভূম জেলা কমিটির উদ্যোগে ২০ আগষ্ট “জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস” পালিত হলো বীরভূমের জেলা সদর সিউড়ীতে। উল্লেখ্য, ২০১৩ খ্রীস্টাব্দের ২০ আগস্ট কুসংস্কার বিরোধী আন্দোলনের অন্যতম মুখ, যুক্তিবাদী ও বিজ্ঞান মনস্ক ব্যক্তিত্ব ডাঃ নরেন্দ্র দাভলকারকে হত্যা করা হয়। আজও তার সুবিচার মেলেনি। তাই তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে বিজ্ঞান সচেতন মানুষজনদের উৎসাহে এই দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। এদিন সকালে সদর সিউড়ীর বাসস্ট্যান্ড থেকে পদযাত্রায় সামিল হন জেলার মুক্তমনা, সাংস্কৃতিক বিজ্ঞান কর্মী ও যুক্তিবাদী মনস্ক মানুষজন। তাঁদের শ্লোগান ছিল-প্রশ্ন করো, যুক্তিবাদী মন গড়ে তোলো। “ফল” নামক একটি কুসংস্কার বিরোধী পথনাটক অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে চলে পথসভাও। দিনটি পালনের তাৎপর্য নিয়ে বিস্তারিত জানান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য, শিক্ষক শুভাশিস গড়াই।

কুসংস্কার বিরোধী পথ নাটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *