
দীপককুমার দাসঃ
আজ সোমবার সকালে সিউড়ি সুভাষপল্লীর মহাবীর কমিটির নবনির্মিত মন্দিরের পুণঃপ্রতিষ্ঠা হলো। এদিন এই মন্দির মন্ত্রোচ্চারণ ও প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাণীশ্বর আশ্রমের স্বামী অর্ণবানন্দ ও স্বামী নিত্যব্রতানন্দ মহারাজ। এরপর বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সহকারে ও মানব ষ্ট্যাচু সাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার আর্কষণ বাড়াতে ভারতমাতা, শিবাজী, গনেশ, বজরঙ্গবলী, শিব, মহাবীর সহ বিভিন্ন সাজে সাজানো হয় কয়েকজনকে। শ্রীরামচন্দ্র, বজরঙ্গবলী সহ বিভিন্ন দেবতার কাট আউট ও ছিল শোভাযাত্রায়। সিউড়ির সাজানো পল্লীর মোল্লা পুকুর থেকে ঘট এনে মন্দিরে স্থাপন করা হয়। এরপর শুরু হয় বেনারস থেকে আসা পন্ডিতদের দ্বারা বজরঙ্গবলীর পুজো। মহাবীর মন্দির কমিটির পক্ষ থেকে জানা যায়, নতুন মন্দিরের অভিষেক উপলক্ষে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী কাল সন্ধ্যায় নৃত্যানুষ্ঠান ও সঙ্গীতানুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বেনারসের পন্ডিতদের দ্বারা বিশেষ আরতি ও প্রসাদ বিতরণ করা হবে।

