নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
বীরভূমের তারাপীঠ রাজ্যের অন্যতম একটি পীঠস্থান। প্রত্যেকদিন মায়ের নিত্যপুজোর আয়োজন করা ছাড়াও মঙ্গল ও শনিবার থাকে বিশেষ পুজোর ব্যবস্থা। সামনে কৌশিকি অমাবস্যা। তারাপীঠে সেদিন থাকে হাজার হাজার ভক্তদের সমাগম। তাই তার আগেই মন্দির কমিটির পক্ষ থেকে মায়ের গর্ভগৃহ সংস্কার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এমতবস্থায় মা তারার মূর্তিকে পাশের শিব মন্দিরে স্থানান্তিরিত করা হয়েছে– এমন বার্তা দিলেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। জানা গেছে, প্রতিদিন হাজার হাজার ভক্তদের সমাগমের ফলে প্রায় বছর সাতেক ধরে মা তারার মন্দিরে কোনোরূপ সংস্কার করা সম্ভব হয়নি। সম্প্রতি রেল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে রামপুরহাট লাইনের বেশ কিছু ট্রেন বন্ধ রাখার কথা জানিয়েছেন। আর তারই প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে এই সংস্কারের কাজ শুরু করা হয়েছে। সংস্কার হবে মায়ের গর্ভগৃহ। মন্দিরের বাইরে এবং ভিতর রং করার পাশাপাশি মায়ের গর্ভগৃহের নষ্ট হয়ে যাওয়া মার্বেলের কাজও হবে বলে কমিটির পক্ষ থেকে জানা যায়। তবে আরতি থেকে ভোগ নিবেদন চলবে আগের মতই।