
মেহের সেখঃ
২১ আগষ্ট সোমবার লাভপুরের বিডিও এবং লাভপুর পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে লাভপুর ব্লক অফিসের সভাঘরে বীরভূমের মাননীয় জেলা শাসক বিধান রায় এবং বীরভূম জেলা পরিষদের নবনির্বাচিত সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল সেখকে সম্বর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, লাভপুরের বিডিও সন্তু দাস, লাভপুর পঞ্চায়েত সমিতির সভানেত্রী সাবিনা খাতুন, লাভপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শোভন চৌধুরী, লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুন চক্রবর্তী, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি আব্দুল মান্নান সহ লাভপুরের এগারোটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গণ।
