সেখ রিয়াজুদ্দিনঃ
জেলার পাথর শিল্পাঞ্চল এলাকায় ফের শুট আউটে মৃত্যুর ঘটনা ঘটলো ২১ আগষ্ট সন্ধ্যা সাতটা নাগাদ। দুস্কৃতকারীদের ছোড়া গুলিতে ঝাঁঝড়া হয়ে গেল এক ক্রাশার মালিক। জানা গিয়েছে, সোমবার রাতে বাইকে করে ব্যবসার কাজ সেরে গ্রামের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন ক্রাসার মালিক তাপস দাস (৩২)। মৃতের বাড়ি মহম্মদবাজার ব্লকের কাপিষ্ঠার কেন্দ্রসড়াই গ্রামে। জানা গিয়েছে, সোমবার রাতে প্রতিদিনের ন্যায় এদিনে ও মোটরসাইকেল করে গ্রামের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন ক্রাসার মালিক তাপস দাস। সেসময় কেউ বা কারা তাঁকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও বাড়ির লোকজন রাস্তা দিয়ে পেরিয়ে যাওয়ার সময় তাঁর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে মহম্মদবাজার থানার পুলিস আসে এবং মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও উদ্ধারকারী বা পরিবারের লোকজনদের প্রথম দিকে ঐভাবে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এক্সিডেন্ট হয়েছে। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ভর ন্ধ্যায় শুট আউটের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।প্রাথমিক ভাবে গতকাল রাতে অনুমান করা হয় বা যে চিহ্ন দেখা যায় তাতে তিনটি গুলিবিদ্ধ হওয়ার খবর শোনা যায়। আজ মঙ্গলবার ময়না তদন্তের জন্য এক্সরে করা হলে সেখানে চারটি গুলিবিদ্ধর চিহ্ন পাওয়া যায় বলে সূত্রের খবর। জমি জায়গা, ব্যবসা না কি কারণে খুন? ইতিমধ্যে পুলিশ খুনের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেন।