সেখ রিয়াজুদ্দিনঃ
২২ আগস্ট সাঁইথিয়া ব্লকের আমোদপুর সত্যকিঙ্কর দে মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে সত্যকিঙ্কর দে অ্যাকাডেমী মহাবিদ্যালয়ের ৮ম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হল বিদ্যালয়ের অনুষ্ঠান ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মহাবিদ্যালয়ের সভাপতি মিঠুয়া দে, প্রতিষ্ঠানের কর্ণধার সরোজিৎ কুমার দে, মহাবিদ্যালয়ের দুই অধ্যক্ষ সুদীপ চৌধুরী ও সুদীপ মুখোপাধ্যায়, সমাজসেবী তরুণ চক্রবর্তী ও বৈদ্যনাথ কোঁড়া সহ অন্যান্য শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের মুখ কথা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন সরোজিৎ কুমার দে। এছাড়াও বক্তব্য রাখেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু, তরুণ চক্রবর্তী, শিক্ষক দীপক আচার্য প্রমুখ। অনুষ্ঠান মঞ্চ থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২৩টি বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ১ম, ২য়, ৩য় স্থানাধিকারি ছাত্র-ছাত্রীদের সম্মানিত করা হয়। পাশাপাশি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে ‘দিশা আই হসপিটাল’ (ব্যারাকপুর) এর সহযোগিতায় ১২৭ জন মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। সেই সাথে নৃত্য-সঙ্গীত সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।