তীব্র দাবদাহ চলাকালীন পথ চলতি সাধারণ মানুষের জন্য জলসত্র রাজনগরে

মহঃ সফিউল আলমঃ

তীব্র দাবদাহ চলছে গ্রীষ্মকালীন এই মরশুমে৷ হাঁস ফাঁস অবস্থা মানুষের৷ পথ চলতি সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিতে রাজনগরে জলসত্রের আয়োজন করা হয়েছে সম্প্রতি৷ রাজনগর রমজুপাড়া পীরতলা ও মসজিদ সংলগ্ন স্থানে বিশিষ্ট নটকন ব্যবসায়ী, সমাজসেবী তথা বেডস-এর প্রতিনিধি নিশীথ গরাঁই একটি জলসত্র স্থাপন করেন৷ নাম দিয়েছেন হনুমানজী জলসত্র৷ পুরো বৈশাখ মাস জুড়ে এটি চলবে বলে জানা গিয়েছে৷ ১ বৈশাখ নাম সংকীর্তনের মাধ্যমে এটির শুভ সূচনা করা হয় উক্ত স্থানে৷ এমন উদ্যোগ নেওয়ার জন্য ব্যবসায়ী সমাজকর্মী নিশীথবাবুকে ধন্যবাদ জানিয়েছেন বাসিন্দারা৷ অন্যদিকে রাজনগর বাসস্ট্যান্ডে অপর একটি জলসত্র একই উদ্দেশ্যে স্থাপন করা হয় গত ১ বৈশাখ৷ এটিও আগামী ৩১ বৈশাখ পর্যন্ত পরিচালিত হবে বলে জানা গিয়েছে৷ এটির পরিচালনায় শ্রীহরি সৎসঙ্গ সমিতি৷ ভূমি আশ্রয়ে অনন্তলাল চৌধুরী৷ সৌজন্যে নিত্যানন্দ জন্মস্থান একচক্রা গর্ভাবাস, বীরচন্দ্রপুর, বীরভূম৷ এমন মানবিক উদ্যোগকেও স্বাগত জানান এলাকাবাসী৷ এই দুটি জলসত্র থেকে অসংখ্য মানুষ তীব্র এই দাবদাহে বিশেষভাবে উপকৃত হচ্ছেন এমনটাই জানান স্থানীয় বাসিন্দারা৷ এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *