শম্ভুনাথ সেনঃ
এবার বর্ষাকালে তেমন বৃষ্টি হয়নি। পরপর দু বছর অনাবৃষ্টির দরুন কৃষি নির্ভর বীরভূমে বহু জমিতে ধান রোয়াও সম্ভব হয়নি। তবে ২৪-২৫ আগস্ট পর পর দু দিনের প্রবল বৃষ্টির কারণে বীরভূম ও পশ্চিম বর্ধমানের মধ্যে অজয় নদের উপর কজওয়ে (ভাসা ব্রিজ) আজ সকালে জলের তোরে ভেঙ্গে গেছে। ফলে দুই জেলার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। ইলামবাজার ব্লকের বৈষ্ণবতীর্থ জয়দেব থেকে দুর্গাপুর যাওয়ার জন্য শর্টকাট পথ হিসেবে এই রাস্তাটি বহুল ব্যবহৃত। এই ভাসা ব্রিজটির ভাঙনের ফলে ইলামবাজার হয়ে ১৪ নং রাজ্য সড়ক ধরে ঘুরপথে পশ্চিম বর্ধমান যেতে হচ্ছে। সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। প্রশাসনের পক্ষ থেকে নৌকা নামানোর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। যদিও এখনো পর্যন্ত কোনো নৌকা নামানো হয়নি।