সেখ রিয়াজুদ্দিনঃ
দিল্লির কর্তব্য পথের পাশে সুদৃশ্য অমৃতবাটিকা নির্মাণের উদ্দেশ্যে ভারতবর্ষের ধর্মীয় স্থান এবং প্রতিটি ঘরের পবিত্র মাটি সংগ্রহ করার কার্যক্রম “আমার দেশ আমার মাটি” এবং কেন্দ্র সরকারে নরেন্দ্র মোদির নবম বছর পূর্তি উপলক্ষে “ঘরঘর মহাজন সম্পর্ক অভিযানের” শুভ সূচনা করা হয় ভারতীয় জনতা পার্টির বীরভূম সাংগঠনিক জেলার সিউড়ি বিধানসভার সিউড়ি ১ নাম্বার মন্ডলের উদ্যোগে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার ভারতীয় জনতা পার্টির বীরভূম সাংগঠনিক জেলার দুবরাজপুর বিধানসভার দুবরাজপুর ৩ নাম্বার মন্ডলের অন্তর্গত বালিজুরি অঞ্চলের হালসোত গ্রামে “ঘর ঘর মহাজন সম্পর্ক অভিযান” এবং “আমার মাটি আমার দেশ”কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির বীরভূম জেলা সাধারণ সম্পাদক টুটুন নন্দী, জেলার দলীয় এক্সিকিউটিভ মেম্বার বিশ্বনাথ দত্ত, দুবরাজপুর ৩ নাম্বার মন্ডলের মন্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি সহ মন্ডল স্তরের কার্যকর্তাবৃন্দ এবং নবনির্বাচিত বিজেপির জনপ্রতিনিধিগণ।