নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
দু দিন ব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে বিবেকানন্দ গ্রন্থাগারের ১২৪ তম জন্ম দিবস মহাসমারোহে পালিত হল। ২৫ আগস্ট প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূরদর্শনের বিশিষ্ট সাংবাদিক ও কলকাতা প্রেসক্লাবের সভাপতি শ্রীযুক্ত স্নেহাশিস সুর, অধ্যক্ষ ড. পার্থসারথি মুখোপাধ্যায়, বীরভূমের জেলা সমাহর্তা শ্রী বিধান রায়, শান্তিনিকেতন দূরদর্শনের সাংবাদিক জয়গোপাল দত্ত, ডিএসপি মহতাসীম আক্তার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই দিনের অনুষ্ঠানে শ্রী স্নেহাশীষ সুর, ড. পার্থসারথি মুখোপাধ্যায় ও শ্রী বিধান রায়ের বক্তব্য অনুষ্ঠানটি কে ঋদ্ধ করে তোলে। অনুষ্ঠানে সূচনা এবং সমাপ্তি সংগীত পরিচালনা করেন শ্রীমতি প্রীতিকণা ভট্টাচার্য। দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে সিউড়ি শহরের শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেন।