সিউড়িতে বীরভূম সাহিত্য পরিষদের সভাকক্ষে থিয়েটার অভিযানের চন্দ্রভাগা নাট্যোৎসব উৎযাপিত হলো সাড়ম্বরে

সনাতন সৌঃ

থিয়েটার অভিযান একটি নাট্য সংস্থা ফিবছরই নানান ধরনের সাংস্কৃতিক ও নাট্য অনুষ্ঠান করে থাকে। এই নাট্য অনুষ্ঠানের মূল কান্ডারী সিউড়ী থিয়েটার অভিযানের অন্যতম পরিচালক ও নাট্য অভিনেতা সুবিনয় দাস। এদিন সন্ধ্যায়, বীরভূম সাহিত্য পরিষদের সভামঞ্চে সিউড়ী থিয়েটার অভিযান নাট্য সংস্থার আয়োজিত চন্দ্রভাগা নাট্যোৎসব উৎযাপিত হলো সাড়ম্বরে। এই নাট্য উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মলয় ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য অভিনেতা তথা দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌরপতি মধুসূদন কুন্ডু ও বিশিষ্ট শিক্ষানুরাগী সুব্রত নাগ। অনুষ্ঠানের শুরুতেই উদ্ধোধনী সঙ্গীত পরিবেশন শিল্পী অলোকা গাঙ্গুলী। আবৃত্তি ও গান পরিবেশন করেন সুপ্তি ঘোষ, নির্মাল্য সোম প্রমুখ। অনুষ্ঠানের প্রথম পর্বে থিয়েটার অভিযানের পক্ষ থেকে সম্মাননা ও সংবর্ধনা জানানো হয় তবলাবাদক প্রীতিময় ব্যানার্জী, অভিনেতা অনিন্দ্য আচার্য, অভিনেতা রাহুল চ্যাটার্জী, অভিনেত্রী সোহিনী কর্মকার ও কবি নিতাইপ্রসাদ ঘোষ মহোদয়কে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থিয়েটার অভিযানের পরিচালনায় পর পর তিনটি নাটক যথাক্রমে, পাড়ি থিয়েটার-কঙ্কাল, থিয়েটার অভিযান-পুরুষ ও আড্ডাটোরিয়াম-দুর্ঘটনা মঞ্চস্থ হয়। অনুষ্ঠানে উপস্থিত সুধীজনেরা নাট্যকার সুবিনয় দাসের লেখা “পুরুষ” নাটকটি দেখে ভুয়সী প্রসংশা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিত্যপ্রেমী সুশান্ত রাহা। ব্যবস্থাপনা ছিলেন নাট্য অভিনেতা টুলু দাস ও বংশগোপাল সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *