শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সতীপীঠ বক্রেশ্বরে “বানপ্রস্থ আশ্রমের কলাকুঞ্জে আজ বিকেলে একটি সাহিত্য পত্রিকা শারদ সংখ্যা “বোধন” প্রকাশিত হয়। কবি অম্বুজাক্ষ দে, সাহিত্যিক অলোক দাঁ, অধ্যাপক ড. রবিন ঘোষের হাত ছুঁয়ে এই পত্রিকার আবরণ উন্মোচিত হয়। উল্লেখ্য, এই আশ্রমের প্রতিষ্ঠাতা দুর্গেশ গিরি মহারাজ গত ২০২২ এর ২৫ নভেম্বর, ৯০ বছর বয়সে প্রয়াত হন। প্রথমেই এদিন মহারাজের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে সমবেত কবি সাহিত্যিকরা শ্রদ্ধা জ্ঞাপন করেন। উল্লেখ্য, তাঁর স্বপ্ন পূরণে তারই শুরু করা সামাজিক কর্মকাণ্ড গুলি আজও এগিয়ে চলেছে। “অন্নসেবা” প্রকল্প, বিনামূল্যে স্থানীয় শিশুদের কম্পিউটার প্রশিক্ষণ, দুঃস্থদের মধ্যে বস্ত্রদান, প্রতিমাসে স্বাস্থ্য পরীক্ষা শিবির, সাহিত্যচর্চা এগুলো আজও ভক্ত-শিষ্যদের আর্থিক সহায়তায় আগের মতোই চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট সবিতা ঠাকুর। এদিন আশ্রম অনুরাগী প্রবীণ ব্যক্তিত্ব অশোক গুঁই দুর্গেশ গিরি মহারাজের জীবন আদর্শ তুলে ধরেন। কথা-কবিতায় অংশ নেন দীপক পৈতণ্ডী, সুকুমার অঙ্কুর, সোমনাথ দে, সোমসিন্ধু দাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশ্রমিক বিশ্বনাথ কুন্ডু।