২৪ এ ভারতের প্রধানমন্ত্রী পদে কোনো শূন্যপদ নেই-জগন্নাথ চট্টোপাধ্যায়

সেখ রিয়াজুদ্দিনঃ

সদ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর্ব মিটতেই আসন্ন ২০২৪ এ লোকসভার ভোটকে পাখির চোখ করে বিজেপির প্রচার অভিযান থেকে জন সভার মাধ্যমে গ্রামীণ এলাকা থেকে জনসংযোগ রক্ষার কাজ শুরু করেন রবিবার লোকপুর থানার রুপুষপুর গ্রামে। এদিন তৃণমূল সরকারের দূর্নীতি, স্বজন পোষণ, অপশাসনের বিরুদ্ধে দুবরাজপুর বিধানসভার রুপুষপুরের জনসভায় বিজেপির নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদির কাজকর্মের খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি তৃণমূল সরকারের বিভিন্ন দূর্নীতির প্রসঙ্গ উপস্থাপন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা, জেলার সাধারণ সম্পাদক টুটুন নন্দী প্রমুখ নেতৃত্ব। বক্তারা বলেন ২০২৪ এ তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। বিধায়ক অনুপ কুমার সাহা বলেন সকল স্তরের দলীয় কর্মীদের নিয়ে একত্রিত ভাবে অন্যান্য নির্বাচনের ন্যায় লোকসভা নির্বাচনেও ঝাঁপিয়ে পড়তে হবে।বাড়ি বাড়ি প্রচার অভিযান তথা সকল মানুষের কাছে যেতে হবে। নিজেদের মধ্যে ভূলত্রুটি থাকলে স্বীকার করে নিতে হবে। দলীয় কর্মীদের একত্রে চলার বার্তা দেন বিধায়ক। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা স্থানীয় তৃণমূল নেতাদের নাম করে হুঁশিয়ারি দেন এবং তাদের অর্থনৈতিক অবস্থা কি ছিল কি হয়েছে সে উদাহরণ তুলে ধরেন তার বক্তব্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *