কন্ঠের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠান সিউড়ি রবীন্দ্র সদনে

দীপককুমার দাসঃ

রবিবার সিউড়ির রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো আবৃত্তি ও সঙ্গীত চর্চা কেন্দ্র “কন্ঠ”এর চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠান। এদিন সকাল সাড়ে দশটায় অনুষ্ঠানের সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন চৈতী মজুমদার। এরপর এই সংস্থার শিক্ষার্থীরা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন। এই অনুষ্ঠানে কন্ঠ সম্মান প্রদান করা হয় চৈতী মজুমদারকে। অনুষ্ঠানের শেষ পর্বে তারাশঙ্করের লেখা গান ও জীবনকেন্দ্রিক ছড়া পরিবেশন করেন কাকলি দাস ও অতনু বর্মণ। কন্ঠ সংস্থার কর্ণধার তথা বিশিষ্ট বাচিক শিল্পী অতনু বর্মণ বলেন, কন্ঠ প্রতিষ্ঠানে আবৃত্তি ও গানের চর্চা হয়। এবছর এই সংস্থার চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠান হলো। যারা আবৃত্তি ও গানের শিক্ষার্থী তারা একক পারফরম্যান্স করলেন। শেষে তারাশঙ্করের গান ও জীবনকেন্দ্রিক ছড়া নিয়ে একটি অনুষ্ঠান পরিবেশিত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *