
দীপককুমার দাসঃ
রবিবার থেকে সিউড়ীর বীরভূম ইন্ডোর ষ্টেডিয়ামে শুরু হলো ষ্টেট জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত। এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে অনুর্দ্ধ ১৩ ও অনুর্দ্ধ ১৫ বালক বালিকারা অংশ নিয়েছে। পাঁচদিন ধরে চলা এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মোট ২৮৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) কৌশিক সিনহা, বীরভূম জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিদ্যাসাগর সাউ, ক্রীড়া সংগঠক সেখ মহিম প্রমুখ। উদ্বোধনের পর জেলা শাসক ও অতিরিক্ত জেলা শাসক কোর্টে নেমে কিছুক্ষণ ব্যাডমিন্টন খেলে খেলোয়াড়দের উৎসাহ দেন। রবিবার প্রথম দিন অনুর্দ্ধ ১৩ বালকদের ২৬টি, অনুর্দ্ধ ১৫ বালকদের ৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া অনুর্দ্ধ ১৩ বালিকাদের ২১টি ম্যাচ ও অনুর্দ্ধ ১৫ বালিকাদের ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। আগামী ৩১ আগষ্ট চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে।

