দীপককুমার দাসঃ
আজ রবিবার সিউড়িতে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে সত্যপ্রিয় ভবনে মহকুমা স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতায় সিউড়ি মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, অঙ্কন, প্রবন্ধ লেখা, গল্প পাঠ, তাৎক্ষণিক বক্তৃতা সহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে। মোট ৩২টি বিষয়ে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ১০ সেপ্টেম্বর সিউড়ির সত্যপ্রিয় ভবনে মহকুমা স্তরের প্রথম স্থান পাওয়া প্রতিযোগিদের নিয়ে জেলা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয়। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সদর মহকুমার সম্পাদক নবকুমার চৌধুরী বলেন, ১৯৯২সাল থেকে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। করোনার কারণে দু’বছর বন্ধ ছিল। এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে ছাত্র ছাত্রীরা অংশ নেয়।