সন্তোষ পালঃ
বীরভূম জেলার কিশোর বাহিনীর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়ে গেল হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ে। ২৭ আগস্ট পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার শুভ সূচনা করেন লাউজোড় হাইস্কুলে প্রধান শিক্ষক তথা প্রধান পরিচালক দিলীপ কুমার ডোম। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন অন্যতম অতিথি অরুণেন্দ্র মোহন গুপ্তবক্সী, জেলার মুখ্য সংগঠন কার্তিক বাগ্দী সহ শতাধিক প্রতিযোগী প্রতিযোগিনী এবং বিচারকগণ। আবৃত্তি, নৃত্য, সঙ্গীতসহ একাধিক বিষয়ে প্রতিযোগিতায় ১০৫ জন অংশ গ্রহণ করে। প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিগণ। সফল প্রতিযোগীরা রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে বলে জানান জেলার মুখ্য সংগঠক কার্ত্তিক বাগ্দী। তিনি আরও বলেন চার দশকের বেশি সময় ধরে কিশোর বাহিনী তাদের এরূপ সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে।