শম্ভুনাথ সেনঃ
মা ও মেয়েকে খুন করার অপরাধে এক অপরাধীকে ফাঁসির সাজার আদেশ দিল আদালত। আজ বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক গুরুদাস বিশ্বাস মৃত্যুদন্ডের (ফাঁসি) আদেশ দেন। সাজাপ্রাপ্ত অপরাধীর নাম হরিচরন দাস। তিনি বীরভূমের মল্লারপুর গোপালবাবা আশ্রমের সাধুবাবা হিসেবে বসবাস করত। ২০২০ সালের ১৭ মে বীরভূমের মল্লারপুর এলাকায় নিজের বাড়িতে খুন হন ডলি মণ্ডল ও তার মেয়ে রিমা মণ্ডল। ডলি মণ্ডলকে কাজু বাদামের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে ধর্ষন করা হয়। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কেটে খুন করা হয়। বিষয়টি ডলি মণ্ডলের মেয়ে রিমা মন্ডল দেখে ফেললে তাকেও শ্বাসরোধ করে এবং কুপিয়ে খুন করে। এই ঘটনার ডলি মণ্ডলের বোন রাকেশ্বরী মন্ডল মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।তদন্তে নেমে তারাপীঠ মহাশ্মশান থেকে ১৯ জুলাই, ২০২০ তারিখ হরিচরণ দাসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা শুরু করে মল্লারপুর থানার পুলিশ। গতকাল তাকে ৩০২ ধারা মতে দোষী সাব্যস্ত করে আদালত। আজ ২৯ আগস্ট হরিচরণ দাসকে ফাঁসির সাজা দেন রামপুরহাট মহকুমা আদালতের বিচারক।