শম্ভুনাথ সেনঃ
সদ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর্ব মিটতেই আসন্ন ২০২৪ এর লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপির প্রচার অভিযান শুরু হয়ে গেছে বীরভূমে। আজ ২৯ আগস্ট বীরভূমের রামপুরহাট বিধানসভার কাষ্ঠগড়া অঞ্চলে এবং নলহাটিতে বিজেপির জনসভা অনুষ্ঠিত হয়। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জী। তিনি বক্তব্যে তুলে ধরেন “বারাসাতের দত্তপুকুরে” বোমা ফেটে ৬-৭ জন নয় সেখানে মৃতের সংখ্যা ১৫ জনেরও বেশী। এদিনের জনসভায় এমনটাই দাবী করেন হুগলির বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। এই জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় হজ কমিটির সদস্য মাফুজা খাতুন, বীরভূম বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, জেলার সাধারণ সম্পাদক টুটুন নন্দী সহ বীরভূম বিজেপির জেলা নেতৃত্ব। এদিন বক্তারা রাজ্যের তৃণমূল সরকারের অপশাসন, স্বজন-পোষণ এবং দুর্নীতির কথা যেমন জনসমক্ষে তুলে ধরেন, তেমনি প্রধানমন্ত্রী পদে পুনরায় মোদীজিকে জয়ী করার সংকল্প গ্রহণের জন্য বিজেপি কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান।