স্কুল পড়ুয়াদের বেধড়ক মারধর করার অভিযোগে বীরভূমের মুরারইতে এক প্রাথমিক শিক্ষককে পাঠানো হলো রামপুরহাট আদালতে

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের ভাদীশ্বর সি.বি.প্রাইমারি স্কুলে এক শিক্ষকের বেধড়ক মারের আঘাতে গুরুতর আহত হয় বেশ অনেক জন পড়ুয়া। ২৯ আগষ্ট এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। মুরারই থানার পুলিশ অভিযুক্ত শিক্ষক চিত্তরঞ্জন মন্ডলকে থানায় নিয়ে যায়। ৩০ আগষ্ট তাকে রামপুরহাট আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, ক্লাসে কিছু ছেলের চিৎকারের কারণে বিদ্যালয়ের শিক্ষক চিত্তরঞ্জন মন্ডল ক্লাসে এসে অন্তত ৪০ জন ছাত্রকে বেধড়ক মারধর করে। এমন ঘটনার খবর পেয়ে অভিভাবকরা স্কুলে চড়াও হয়। রণক্ষেত্র হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। মারমুখী হয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষজন। শিক্ষক মদ খেয়ে স্কুলে আসে বলে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। পরে মারমুখী জনতার হাত থেকে শিক্ষককে থানায় নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে এদিনই ঐ শিক্ষককে আদালতে পেশ করা হয়েছে।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *