শম্ভুনাথ সেনঃ
সারা রাজ্যের সাথে বীরভূমেও সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার প্রোগ্রাম ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এইবার শিবির থেকে ৩৫ টি পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। ১-১৬ সেপ্টেম্বর প্রথম রাউন্ডে আবেদন পত্র গ্রহণ করা হবে। ১৮-৩০ তারিখ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে অনুষ্ঠিত হবে পরিষেবা প্রদান শিবির! বার্ধক্য ভাতা, হস্তশিল্পী ও তাঁত শিল্পীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এমন বেশ কয়েকটি নতুন পরিষেবা এবার দেওয়া হবে। তাছাড়া বিধবা পেনশন, লক্ষ্মীর ভান্ডার, মেধাশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এবং বাংলা কৃষি সেচ যোজনার আওতায় থাকা ক্ষুদ্র সেচ প্রকল্পে আবেদন করা সহ মোট ৩৫ ধরনের পরিষেবা পাওয়া যাবে বলে সরকারি নির্দেশিকায় জানা গেছে। বীরভূমে ১৯ টি ব্লকে এবং ৬টি পৌরসভা এলাকায় সুচি অনুযায়ী এই শিবির শুরু হয়েছে। মুরারই এক ও দু’নম্বর ব্লকে এই প্রকল্প এদিন সরেজমিনে পরিদর্শন করেন বিডিও সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম।