নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
৩ সেপ্টেম্বর সাঁইথিয়া উচ্চ বিদ্যালয়ে বরিষ্ঠ শিক্ষকদের সংগঠন পেনশনারস এসোসিয়েশনের সেপ্টেম্বর মাসের অধিবেশনে মূল আলোচনার বিষয় ছিল “শিক্ষা ও শিক্ষক”। সংগঠনের সভাপতি হরিপদ মন্ডলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ অধ্যাপক ড: বিশ্বনাথ বিশ্বাস, শিক্ষক গঙ্গাধর মন্ডল ও সাঁইথিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগবন্ধু রায়। অতিথিদের মূল্যবান কথামালায় প্রাধান্য পেয়েছিল সেকাল ও একালের শিক্ষা। আবৃত্তি ও কবিতা পাঠ করেন শিক্ষিকা চায়না মন্ডল ও স্বর্ণ মন্ডল। উপস্থিত বরিষ্ঠ শিক্ষকরা বক্তব্য রাখেন। শিক্ষকদের স্মৃতিকথায় উঠে আসে সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ড: কে ডি রায়, সাঁইথিয়া শশিভূষণ দত্ত বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা স্বাধীনতা সংগ্রামী মায়া ঘোষ, সাঁইথিয়া টাউন হাই স্কুলের প্রাক্তন শিক্ষক চঞ্চল বন্দ্যোপাধ্যায়, সাঁইথিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অহিবাবু, ব্রজবাবুর কথা। সভাপতি শিক্ষক হরিপদ মন্ডল তাঁর বক্তব্যে শিক্ষার বিবর্তন নিয়ে বক্তব্য রাখেন। সঞ্চালক বিজয়কুমার দাস পরিবেশন করেন শিক্ষা বিষয়ে আবৃত্তি। উপস্থিত শিক্ষকেরা বক্তব্য রাখেন।উপস্থিত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন সাঁইথিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগবন্ধু রায়। এই অনুষ্ঠানে পাঁচজন প্রবীণ শিক্ষক শিক্ষিকাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় সংগঠনের পক্ষে।