বিজয়কুমার দাসঃ
১৭ বছর আগে সাঁইথিয়ায় নৃত্যশিক্ষার তেমন প্রচলন ছিল না। কিন্তু সেই সময়েই দুই নৃত্যপ্রেমী তরুণ তরুনী রেশমী চ্যাটার্জী ও প্রীতম দাস নৃত্যশিক্ষার প্রশিক্ষণে গড়ে তোলেন কল্পনা স্মৃতি নৃত্যায়ন। ১৭ বছরে সেই প্রতিষ্ঠান আজ পল্লবিত হয়ে উঠেছে।। ২-৩ সেপ্টেম্বর সাঁইথিয়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল প্রতিষ্ঠানের ১৭ বার্ষিক অনুষ্ঠান। দুটি সন্ধ্যা ছিল পূর্ণ প্রেক্ষাগৃহ।দুই সন্ধ্যায় রেশমী ও প্রীতমের পরিচালনায় পরিবেশিত হয় প্রতিষ্ঠানের নানা বয়সের শিল্পীদের পরিবেশিত বর্ণাঢ্য নৃত্য। দুটি সন্ধ্যায় সংগঠনের প্রায় দেড় শতাধিক শিল্পী নৃত্যের তালে তালে পা মিলিয়েছে। দ্বিতীয় সন্ধ্যায় পুরপিতা বিপ্লব দত্ত, সংগঠনের পৃষ্ঠপোষক কাউন্সিলার মানস সিংহ, কাউন্সিলার পিনাকী দত্ত উপস্থিত ছিলেন। রেশমী-প্রীতম জানিয়েছে, দুই সন্ধ্যায় দর্শকের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।