দীপককুমার দাসঃ
নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার সহযোগী বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে প্রখ্যাত গ্যাসএন্ট্রোলজিষ্ট তথা লিভার ফাউন্ডেশনের সম্পাদক ডাঃ অভিজিৎ চৌধুরীকে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাউথ-ইষ্ট এশিয়ার পক্ষ থেকে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার সহযোগী বৈঠকে যোগ দেবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। করোণা কালে ডাঃ অভিজিৎ চৌধুরীর ভূমিকা মানুষের নজর কেড়েছিল। কড়িধ্যার নিকট নগরী গ্রামের ডাঃ অভিজিৎ চৌধুরী বর্তমানে এস এস কে এম হাসপাতালের গ্যাস এন্ট্রোলজি বিভাগের প্রধান। লিভার প্রতিস্থাপনে অনন্য নজির স্থাপন করেছেন তিনি। তৈরি করেছেন লিভার ফাউন্ডেশন, পশ্চিমবঙ্গ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যুক্ত আছেন বহু সংগঠনের সঙ্গে। স্কুল ছুট পড়ুয়াদের পড়াশুনার প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগও নিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঐ বৈঠকে পৃথিবী থেকে মহামারী ও বিশেষ কিছু রোগ দৃরীকরণ, ব্যবস্হাপন বিষয়ে তিনি বক্তব্য রাখবেন। তার মতামত প্রাধান্য পাবে ঐ গুরুত্বপূর্ণ বৈঠকে।