দীপককুমার দাসঃ
মহঃ বাজার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা দ্বায়িত্ব নেবেন ২৫ সেপ্টেম্বর। গত মঙ্গলবার পাঁচ জন করে সদস্য নিয়ে স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে রাখা হয়েছে সভাপতি ও সহ-সভাপতিকেও। মহঃ বাজার পঞ্চায়েত সমিতির নয়জন কর্মাধ্যক্ষ আগামী ২৫ সেপ্টেম্বর দ্বায়িত্ব গ্রহণ করবেন। দল থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না হয়নি। তবে সম্ভাব্য যারা কর্মাধ্যক্ষ হতে চলেছেন সোমনাথ ঘোষ, দীপক মাহারা, ভুবন বাগ্দী, সুপ্রিয়া কোনাই, নাসরিণা বিবি, রঞ্জন কোনাই, নজিবুদ্দিন শেখ, খালিদা সুলতানা ও রূপা মাল। সম্ভাব্য পূর্ত কর্মাধ্যক্ষ হচ্ছেন সোমনাথ ঘোষ। প্রাক্তন জেলা পরিষদের মেন্টর রাজারাম ঘোষের ছেলে সোমনাথ ঘোষ। কৃষি কর্মাধ্যক্ষ হচ্ছেন দীপক মাহারা, বন ও ভূমি কর্মাধ্যক্ষ হচ্ছেন ভুবন বাগ্দী, খাদ্য কর্মাধ্যক্ষ হচ্ছেন সুপ্রিয়া কোনাই। নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ হতে চলেছেন নাশরিণা বিবি। রঞ্জন কোনাইকে দেখা যাবে মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ পদে। শিক্ষা, ক্রীড়া কর্মাধ্যক্ষ হতে চলেছেন নজিবুদ্দিন শেখ। বিদ্যুৎ ও শিল্প কর্মাধ্যক্ষ হচ্ছেন খালিদা সুলতানা। জনস্বাস্হ্য কর্মাধ্যক্ষ হচ্ছেন রূপা মাল। মহঃ বাজার ব্লকের ছয়টি অঞ্চলের সভাপতি তাপস সিংহ বলেন, দলে কর্মাধ্যক্ষ নিয়ে আলোচনা চলছে। আগামী ২৫ সেপ্টেম্বর নতুন কর্মাধ্যক্ষরা দ্বায়িত্ব গ্রহণ করবেন। মহঃ বাজার ব্লকের রামপুরহাট বিধানসভার অন্তর্গত ছয়টি অঞ্চলের সভাপতি কালিপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, এ বিষয়ে দলীয় স্তরে আলোচনা হলেও এখনো নাম ঘোষনা হয়নি। স্থায়ী সমিতি গুলো গঠন করা হয়েছে। স্থায়ী সমিতি গুলোর সদস্যদের মধ্যে থেকে কর্মাধ্যক্ষদের বেছে নেওয়া হবে।