
শম্ভুনাথ সেনঃ
বীরভূম বিজেপির নলহাটি শহর মণ্ডলের আয়োজনে নলহাটি বিধানসভা এলাকায় নলহাটি পুরশহরের রামসীতা মন্দির লাগোয়া আজ ৯ সেপ্টেম্বর বিজেপির অভিনন্দন জনসভা অনুষ্ঠিত হয়।এই জনসভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক তথা বাংলা চলচ্চিত্রের অভিনেতা হিরন চট্টোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা,জেলা সাধারণ সম্পাদক টুটুল নন্দী, রাজ্য সহ-সভাপতি শ্যামাপদ মন্ডল প্রমুখ। প্রথমে নলহাটি শহর নগর মন্ডলের পক্ষ থেকে হিরন চট্টোপাধ্যায় এর হাতে মা নলাটেশ্বরীর প্রতিকৃতি তুলে দেওয়া হয়। হিরণবাবু তাঁর বক্তব্যে আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির হাত শক্ত করার জন্য বিজেপি কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি।