শম্ভুনাথ সেনঃ
বীরভূমের খয়রাশোল ব্লকের ময়নাডাল ধাম জেলার অন্যতম বৈষ্ণব তীর্থক্ষেত্র। মহাপ্রভু চৈতন্যদেবের পদধূলিতে ধন্য ময়নাডালে এবারও মহা ধুমধামে ৭-৮ সেপ্টেম্বর জন্মাষ্টমী ও নন্দোৎসব পালিত হয়। বসে দুদিনের গ্রামীণ মেলা। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবকে ঘিরে মিলিত হয় হাজার হাজার ভক্ত-শিষ্য। চলে নাম সংকীর্তন, পূজা পাঠ ও মহামহোৎসব। উল্লেখ্য, পদাবলী কীর্তনের মনোহর শাহী ঘরানার উৎপত্তি স্থল বীরভূমের এই ময়নাডাল ধাম। প্রায় ৪৫০ বছর ধরে কীর্তন গানের ধারা আজও বংশানুক্রমে বহন করে চলেছেন গ্রামের মিত্রঠাকুর পরিবার। এবারও জন্মাষ্টমী উপলক্ষে বসে ২ দিনের গ্রামীণ মেলা। মহাপভু মন্দির সংলগ্ন নাট মন্দিরে চলে পালাকীর্তন গান। নন্দোৎসবে মিলিত হয় হাজার হাজার ভক্ত-পুণ্যার্থী। কাদায় গড়াগড়ি দিয়ে চলে রাত্রির অনুষ্ঠান। জন্মাষ্টমীকে কেন্দ্র করে দুদিন ধরেই ছিল অসংখ্য মানুষের ঢল।