দুয়ারে সরকার পরিদর্শনে সরজমিনে জেলা সভাধিপতি কাজল সেখ

সেখ রিয়াজুদ্দিনঃ

পশ্চিমবঙ্গ সরকারের সফলতম এবং জাতীয় স্তরে সমাদৃত ও রাজ্যের সর্বাধিক মানুষের কাছে সরকারি পরিষেবা প্রদানে অনন্য কর্মসূচি দুয়ারে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে ৩৫টি পরিষেবা নিয়ে গত ১ সেপ্টেম্বর ২০২৩ থেকে পুনরায় শুরু হয়েছে সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি। জানা যায় ১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আবেদনপত্র গ্রহণ পর্ব। দ্বিতীয়ার্ধে ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে পরিষেবা প্রদান শিবির। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই পর্যায়ে প্রাপ্ত বৈধ আবেদন গুলির যথাসম্ভব নিষ্পত্তি করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরকারি ভাবে। দুয়ারে সরকার কর্মসূচির বাস্তবায়ন দেখতে সরাসরি সরজমিনে তথা দুয়ারে সরকার শিবিরের মধ্যে হাজির হচ্ছেন বীরভূম জেলা সভাধিপতি কাজল সেখ। সেইসাথে রাজ্য সরকারের সুবিধা নেওয়ার উদ্দেশ্যে আগত জনগণের সাথে সরাসরি তাদের সুবিধা অসুবিধার কথা শুনছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছেন। ৯ সেপ্টেম্বর বীরভূমের রামপুরহাট মুরারই সহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন। সঙ্গে ছিলেন রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি, স্থানীয় বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে প্রধান সহ দলীয় নেতৃত্ত্বগন। তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় জেলা সভাধিপতি কাজল সেখ কে সংবর্ধনা প্রদান করেন। জনগণের উচ্ছাস ভালোবাসায় এবং সংবর্ধনা পেয়ে আনন্দ ব্যাক্ত করেন নব নির্বাচিত বীরভূম জেলা সভাধিপতি কাজল সেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *