শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর পৌরসভার শীততাপ নিয়ন্ত্রিত সভাকক্ষে সেঁজুতি নাট্যগোষ্ঠীর আয়োজন ও ব্যবস্থাপনায় আজ ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় একটি নাটক মঞ্চস্থ হলো ” মা মুঝে টেগোর বানা দে “। দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পান্ডে, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, অধ্যাপক ড. রবিন ঘোষের হাত ছুঁয়ে প্রদীপ প্রজ্জ্বলন ও সেঁজুতির শিল্পীদের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উত্তর ভারতের জম্মু থেকে আগত এক নাট্যশিল্পী লাকি জি গুপ্তার একক অভিনয়ে হিন্দী ভাষায় মঞ্চস্থ হয় এই নাটক। এই নাট্য শিল্পীর নাটক সারা বাংলাতেই সাড়া জাগিয়েছে বলে জানান সেঁজুতির কর্ণধার সুমনা চক্রবর্তী। এই নাটকটি আসলে একটি পাঞ্জাবী গল্পের নাট্যরূপ। একটি পরিযায়ী শিশু শ্রমিক নাটকের কেন্দ্রীয় চরিত্র।যে পড়াশোনা শিখতে চায়, রবি ঠাকুরের মতো কবিতা লিখতে চায়। প্রতিকূল পরিস্থিতির মধ্যে লড়াই করেই লক্ষ্যপূরণ নাটকের মূল বিষয়বস্তু। সারা ভারতে ২৬ টি রাজ্যে এ পর্যন্ত ১,২৪৩ বার এই একক নাটকটি অভিনয় করেছেন নাট্যশিল্পী, নাট্যাভিনেতা লাকি জী। কোনো মঞ্চ নেই, সাজসজ্জা নেই, সঙ্গী সাথী নেই, আলো কিংবা শব্দ প্রক্ষেপণের দরকার নেই। শুধু তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে।