সাঁইথিয়ায় অনুষ্ঠিত হল সারা ভারত ডাক কর্মচারী সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন

পীযূষ মণ্ডলঃ

ডাক বিভাগের সারা ভারত ডাক কর্মচারী সংগঠন গ্রুপ-সি, পোষ্টম্যান এমটিএস ও জি ডি এস কর্মচারীদের যৌথ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাঁইথিয়া শহরের ছুটি লজে। ১০ সেপ্টেম্বর সকাল ন টাতে সুসজ্জিত মিছিলের মধ্যে দিয়ে সম্মেলনের শুভ সূচনা হয়। প্রায় আট শতাধিক ডাক কর্মচারী উপস্থিত ছিলেন এই সম্মেলনে। সম্মেলনের উদ্বোধক কমরেড বিজন চক্রবর্তী সহ সম্পাদক গ্রুপ-সি পশ্চিমবঙ্গ প্রাদেশিক শাখা তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি, ডাক বিভাগের লিঙ্ক সমস্যা, পাশ বইয়ের অপ্রতুলতা বিভিন্ন ফর্মের অভাব, বেসরকারী করণ, জাত পাতের রাজনীতি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।এছাড়াও সম্মেলনের সাফল্য কামনা করে কমরেড মনোজ সাউ, কমরেড দেব কুমার চট্টোপাধ্যায়, কমরেড কমল দত্ত, উত্তম ঘোষ এবং কমরেড অশোক মণ্ডল বক্তব্য রাখেন। ২০০৪ সাল থেকে কেন্দ্রীয় সরকার পুরাতন পেনশন ব্যবস্থা তুলে নতুন পেনশন ব্যবস্থা চালু করায় বিরুদ্ধে সম্মেলনে আগত সমস্ত ডাককর্মচারী স্লোগান দিলেন NPS হঠাও OPS ফিরিয়ে দাও। এ বছর সারা ভারত ডাক কর্মচারী সংগঠন গ্রপ-সি কমরেড হায়াৎ আলি, কমরেড প্রভাত পাল ও কমরেড জয়দেব প্রামাণিক পোষ্টম্যান এম টি এস সংগঠন কমরেড অনিল বাগ্দী, কমরেড চন্দন মণ্ডল ও কমরেড জয়ন্ত ব্যানার্জি ও জি ডি এস সংগঠনের কমরেড পঙ্কজ ঘোষাল, কমরেড সায়ন্তন চ্যাটার্জি ও কমরেড সৌমদীপ ঘোষাল কে সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ করে একটি শক্তিশালী কমিটি গঠিত হয়। অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে অশোক মণ্ডলের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *