সেখ রিয়াজুদ্দিনঃ
বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে বসুন্ধরা দিনের দিন উত্তপ্ত হয়ে উঠছে। জেলায় তাপমাত্রার পারদ ৪১-৪২ ডিগ্রীর ধারে কাছে ঘোরাঘুরি করছে। পথ চলতি মানুষের হাসফাস অবস্থা, এমনকি বাড়িতে বসে থাকা মানুষের অবস্থাও শোচনীয়। এনিয়ে সরকারিভাবে জারি করা হয়েছে সতর্কতা। তবুও কোথাও কাজের তাগিদে কিম্বা জরুরি কোন প্রয়োজন নিয়ে রাস্তায় বের হতে হচ্ছে বহু মানুষকে। সেই সমস্ত সাধারণ মানুষের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক দলীয় কর্মীরা নেমে পড়েন জলসত্রের ব্যবস্থা করে। জেলার অন্যান্য জায়গার পাশাপাশি রামপুরহাট শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ও শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন ভকতের সহযোগিতায় রামপুরহাট শহরের পাঁচমাথা মোড় তথা SDO অফিসের সামনে “রিলিফ স্টেশন” খোলা হয় বৃহস্পতিবার।এখানে অস্থায়ী স্টলে জলের পাউচ, গ্লুকোন ডি, ORS-এর ব্যবস্থা রাখা হয়েছে তথা পরিষেবা প্রদান করা হচ্ছে। সেই সাথে রৌদ্রে কর্তব্যরত ট্রাফিক পুলিশ, ট্রাফিক সিভিকদের জন্য টুপি ও ছাতা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে উদ্ভাবিত প্রকল্পের নাম “মানুষের পাশে” কর্মসূচি পালন করতে রৌদ্র সহ প্রখর তাপপ্রবাহ মাথায় নিয়ে পরিষেবা প্রদান করতে অস্বীকার বদ্ধ তৃনমূল যুব বাহিনী। দলীয় সূত্রে জানা যায়, এই কর্মসূচি ২৮ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ৫ মে পর্যন্ত, প্রতিদিন বেলা ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত খোলা থাকবে মানুষের পাশে নামক জলসত্রের স্টল।