আসন্ন ঈদ উপলক্ষ্যে আয়োজিত লোকপুর থানায় সভা

সেখ রিয়াজুদ্দিনঃ

দীর্ঘ একমাস কেয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বড় উৎসব পালিত হয় ঈদ। আসন্ন সেই ঈদ উৎসব উপলক্ষ্যে বীরভূমের লোকপুর থানার পক্ষ থেকে স্থানীয় থানা চত্ত্বরে আয়োজিত হয় এক আলোচনা সভা। পারস্পরিক শান্তি সম্প্রীতি অটুট অক্ষুন্ন বজায় রাখা তথা এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে মূলত এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সভায় উপস্থিত ছিলেন চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর পীযূষ কান্তি লায়েক, লোকপুর থানার ওসি সন্তোষ ভকত, পিএসআই গাফফার খান, এএসআই আব্দুস সামাদ ও রামপ্রসাদ মন্ডল, সমাজসেবী কাঞ্চন দে, সুনীল কুমার সাহা, দীপক শীল সহ লোকপুর থানা এলাকার বিভিন্ন মসজিদের পেশ ইমাম, গ্রাম্য প্রধান, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্ব ব্যাক্তিগন। উপস্থিত ব্যাক্তিদের মধ্য থেকে জানান লোকপুর থানা এলাকার খন্নি গ্রামে হজরত সৈয়দ শাহ তাজ ওলী (রহঃ) এবং নাকড়াকোন্দায় রয়েছে বুড়ো দেওয়ান সাহেবের মাজার শরীফ, ঈদ উপলক্ষ্যে সেদিন উক্ত মাজার প্রাঙ্গণ দুটিতে বহু ভক্ত সমাগম ঘটে মাজার জিয়ারত করার জন্য, সেদিন এলাকায় সেরকম আর কোন অনুষ্ঠান থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *