শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার থানার কামারপাড়া গ্রামে গত ১৩ সেপ্টেম্বর বেআইনী মাদক বিরোধী সচেতনতা সভা আয়োজিত হয়। এলাকাটি আদিবাসী অধ্যুষিত। চোলাই মদের অপকারিতা এবং এই বেআইনী বিষমদ পান করার ফলে যে প্রাণহানি ঘটার আশঙ্কা থাকে সেই সম্পর্কে সতর্ক ও সচেতন করা হয়। মূলত বেঙ্গল এক্সসাইজ অ্যাক্ট ১৯০৯ ও NDPS অ্যাক্ট ১৯৮৫ র সচেতনতামূলক প্রচার ও আইনি সাজার ব্যাপারেও এদিন সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন বোলপুর আবগারি দপ্তরের ওসি সহ অন্যান্য আধিকারিক ও কনস্টেবলরা। এছাড়া উপস্থিত ছিলেন ওই গ্রামের পঞ্চায়েতের জনপ্রতিনিধি, সমাজ সচেতন অভিজ্ঞ ব্যক্তি বর্গ ও এলাকার মহিলারা।