দীপককুমার দাসঃ
তাইল্যান্ডে আয়োজিত এশিয়া পেসিফিক যোগা স্পোর্টস চ্যাম্পিয়ানশীপে মেক্সিকো, আমেরিকা, শ্রীলঙ্কা সহ ১১টি দেশের প্রতিযোগীদের হারিয়ে ১৯-২০মহিলা বিভাগে স্বর্ণপদক পেলেন নিশা পাল ও রৌপ্য পদক পেলেন জলি মন্ডল হাজরা। দুজনেই ওড়িশ্যার ভুবনেশ্বরে আয়োজিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ অর্জন করেন। তাইল্যান্ডের ব্যাঙ্ককের ক্রেন্ড হোয়ার্ড স্কোয়ার কনভেনশন সেন্টারে আয়োজিত এশিয়া পেসিফিক যোগা স্পোর্টস চ্যাম্পিয়ানশীপে ১৯-২০বছর বিভাগে অংশ নিয়ে স্বর্ণপদক জয় করেন সাঁইথিয়া থানার বাগডোলা গ্রামের নিশা পাল। এ বছর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন। ২০১২সাল থেকে সিউড়িতে যোগ প্রশিক্ষক শুভজিৎ দাসের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছেন। আর শুভজিৎ দাসের আরেক ছাত্রী সিউড়ি সমন্বয় পল্লীর জলি মন্ডল হাজরা ৩১-৪০বছর মহিলা বিভাগে রৌপ্য পদক পেয়েছেন। এই দুজনের সাফল্যে খুশি তাদের পরিবার পরিজন, প্রশিক্ষক ও এলাকার বাসিন্দারা। শুভজিৎ দাস জানান, এই জয় যোগাসনের প্রতি নিষ্ঠা ও ভালোবাসার জয়। পাসপোর্টের কারণে একেবারে শেষ মুহূর্তে নিশা পাল এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ও স্বর্ণপদক জয় করে আমাদের গর্বিত করেছে। পাশাপাশি জলি মন্ডল হাজরাও দুর্দান্ত পারফরম্যান্স করে রৌপ্য পদক ছিনিয়ে নিয়েছেন। তাদের এই সাফল্য বীরভূমের যোগাসনের চর্চাকে আরো উৎসাহিত করবে।