দরিদ্র মেধাবীর পাশে পুলিশ আধিকারিক

পীযূষ মণ্ডলঃ

১৩ সেপ্টেম্বর বীরভূমের দুবরাজপুর থানার যশপুর পঞ্চায়েতের পাছিয়ারা গ্রামের বছর সতেরোর বাসির মোল্লা সদ্য হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়েছে। বাসিরের উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৪৪৩, স্কুলের সর্বোচ্চ নম্বর পেয়ে বাবা মা তথা এলাকার মুখ উজ্জ্বল করেছে। ছোট থেকেই মেধাবী বাসির। উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই বাসির কিন্তু অভাব সবকিছুর বাধা হয়ে দাঁড়ায়। বাসিরের বাবা আজমত মোল্লা চাষবাস করেন ও মা সরিফা বিবি গৃহবধূ। দিন আনা দিন খাওয়া বাড়ির খরচ চালানোর পর ছেলেকে পড়াশুনা করানো যে কত কষ্টকর তা একমাত্র অভাবী পরিবার জানে। বাসিরের এই সাফল্যের কথা শুনে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক বাসিরের পাশে দাঁড়ান এমনকি বাসিরের পড়াশোনার জন্য যাবতীয় খরচ খরচা দেওয়ার আশ্বাস দেন। বর্তমান যুগে এখনো এমন মানুষ আছেন বলেই সত্য যুগ যুগ বেঁচে আছে, বেঁচে আছে মানবতা, বেঁচে আছে মনুষ্যত্ব। এলাকার মানুষজন এই পুলিশ আধিকারিক কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন। বাসিরের ইচ্ছা ভবিষ্যতে ইংরেজি নিয়ে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে চাই। ডব্লিউ বি সি এস পাশ করে আধিকারিক হতে চাই। এইভাবে আমিও ভবিষ্যতে মানুষের পাশে দাঁড়াতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *