সন্তোষ পালঃ
পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির দুবরাজপুর শাখার উদ্যোগে ১৬ সেপ্টেম্বর দুবরাজপুর আর বি এস ডি উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে চার জন শিক্ষককে সম্মাননা দেওয়া হলো। বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি রামতনু নায়কের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন আর বি এস ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোভন রায়, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিষ চট্টরাজ, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির দুবরাজপুর শাখার সভাপতি ভবানী প্রসাদ ব্যানার্জী সহ অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ। এদিন আরবিএসডি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ডক্টর নীলমাধব নাগ, বাঁধেরশোল জুনিয়র হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস ব্যানার্জি, দুবরাজপুর গার্লস হাইস্কুলের মিঠু মাজী এবং জালালপুর জুনিয়র হাই স্কুলের শিক্ষিকা প্রতিমা সাহাকে সম্মাননা দেওয়া হয়। এই চারজন শিক্ষককে উত্তরীয়, পুষ্পস্তবক, উপহার সামগ্রী ও মিষ্টির প্যাকেট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। তার আগে শিক্ষক সমাজের পথিকৃৎ ড. সর্ব্বপল্লী রাধাকৃষ্ণানকে শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিবৃন্দ। তারা সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন তরুলিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক সন্দীপ মণ্ডল।