সেখ রিয়াজুদ্দিনঃ
আজ শেষ হচ্ছে ভাদ্র মাস। কাল পর্যন্ত সারা মাসব্যাপী গ্রাম গঞ্জের বিভিন্ন প্রান্তে ভাদু গানের দলকে দেখা যায় সমসাময়িক ঘটনার অবলম্বনে নিজস্ব কথায় এবং ভাদু গানের সুরে গান গেয়ে বেড়ানোর চিত্র। সেই রকম ১৭ সেপ্টেম্বর লোকপুর গ্রামের বদন বাউরি ও সম্প্রদায়ের ভাদু গানের দলের গান সহ নানান কথা উঠে আসে আমাদের ক্যামেরায়। তিনি জানান দীর্ঘ ৪৫ বছর ধরে এই গান করে আসছেন। নিজেই গান রচনা করেন। সরকারি বিভিন্ন প্রকল্পের কথা যেমন গানের মাধ্যমে তুলে ধরা হয় তেমনি স্থানীয় সমস্যার কথা দিয়েও গান গাওয়া হয় ভাদু গানের সুরে। দীর্ঘ একমাস যাবৎ লোকপুর থানা এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ভাদু গান করে বেড়াচ্ছেন। সেই শিল্পীদের রবিবার দেখা পাওয়া যায় লোকপুর থানার রুপুষপুর অঞ্চলের কড়িধ্য গ্রামে। স্থানীয় গৃহবধূদের মধ্যে ভাদু কে সিন্দুর পড়ানো এবং নিজেদের মধ্যেও সিন্দুর মাখামাখির চিত্র দেখা যায়। স্থানীয় গৃহবধূরা ভাদু গান সম্পর্কে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পাশাপাশি লোকপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুকুমার দত্ত এক সাক্ষাৎকারে ভাদু গান সম্পর্কে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।