সন্তোষ পালঃ
বীরভূমের দুবরাজপুর ব্লকের দুবরাজপুর গভঃ আইটিআই কলেজে আজ সোমবার বিশ্বকর্মা পুজোর পাশাপাশি সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হয়। ২০২১-২৩ শিক্ষাবর্ষের উত্তীর্ণ পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় এদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের স্বামী সদাত্মানন্দ মহারাজ, কুখুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ উদয় পাল, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী মোহিত চার সহ বিশিষ্টজনেরা। প্রাক্তন ও বর্তমান পড়ুয়া যারা ২০২১-২৩ শিক্ষাবর্ষের উত্তীর্ণ এমন ১১৩ জন ছাত্র-ছাত্রীকে শংসাপত্র তুলে দেন দুবরাজপুর কলেজের অধ্যক্ষ শ্রী মোহিত চার সহ অন্যান্য অতিথিগণ ও শিক্ষকগণ। এছাড়াও প্রতিটি ট্রেডের কৃতি তিনজন করে পড়ুয়াদের বিশেষভাবে পুরস্কার দেওয়া হয়। কথায়, কবিতায়, সঙ্গীতে অনুষ্ঠানটি প্রাঞ্জল হয়ে ওঠে। এদিন মাননীয় অধ্যক্ষ বলেন পণ্ডিতপু্রে অবস্থিত কলেজের উত্তীর্ণ পড়ুয়ারা রাজ্যের বিভিন্ন সংস্থায় কর্মসংস্থানের সুযোগ পাবে, পাশাপাশি কলেজের শ্রী বৃদ্ধি কামনা করেন, তিনি আরও বলেন এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে পড়ুয়াদের শিক্ষা দান করা হয় যাতে তারা আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে।