শম্ভুনাথ সেনঃ
বেআইনি কয়লা পাচার ও নদী থেকে অবৈধভাবে বালি তোলার দায়ে বীরভূমের মুরারই থানার পুলিশ ২১ সেপ্টেম্বর দুজনকে গ্রেপ্তার করে। পরে তাদের রামপুরহাট আদালতে পাঠানো হয়। কয়লা নিয়ে যাবার সময় সেনারুল শেখকে (বাড়ি ঝাড়খণ্ডের সুহুবিল) দুলান্দি বর্ডারের কাছে কয়লা সহ আটক করে পুলিশ। চারটি সাইকেল ও একজনকে আটক করা গেলেও বাকি তিনজন পলাতক। এদের কাছ থেকে ৬ কুইন্টাল চোরাই কয়লা উদ্ধার হয়। অন্যদিকে এদিন ভোরের দিকে মুরারই থানার পুলিশ বাঁশলোই নদী থেকে তোলা অবৈধ বালি ভর্তি ট্রাক্টার সহ ড্রাইভারকে আটক করে। ড্রাইভারের নাম কলিমুদ্দিন সেখ। বাড়ি বীরভূমের পাইকর থানার আমডোল। স্থানীয় ঘোড়সা অঞ্চলের কলিতোরা গ্রাম থেকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে খবর।
ছবিঃ দিপু মিঞা, মুরারই-বীরভূম।