৭তম পর্যায়ে দুয়ারে সরকার শিবির হয়ে গেলো: সিউড়ী ১নম্বর ব্লকে মোট আবেদনপত্র জমা পড়েছে ৫৪৯১টি

সনাতন সৌঃ

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বীরভূম জেলায় ৭তম পর্যায়ে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়ে গেলো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। জেলা প্রসাশনের পক্ষ থেকে দুয়ারে সরকার শিবির সফল করতে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে। শিবিরের আগে জনসাধারণকে সচেতন করতে গ্রামগঞ্জে মাইকে প্রচার করা হয়েছে। গ্রামগঞ্জে ও শহরের মেন মেন জায়গায় ফেস্টুন টাঙানো হয়েছে। জনসাধারণের যাতে কোনো অসুবিধা না হয় তারজন্য প্রতিটি শিবিরে পুলিশের টহলের ব্যবস্থা করা হয়েছে। ১-১৬ সেপ্টেম্বর জেলার বিভিন্ন প্রান্তে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়েছে। জেলার সদর শহর সিউড়ী ১নম্বর ব্লকে ১-১৬ সেপ্টেম্বর ৭টি পঞ্চায়েতে ও সিউড়ী পৌরসভা মিলিয়ে বিভিন্ন জায়গায় মোট ৯০ টি দুয়ারে সরকারের শিবির বসেছে। সরকার প্রদত্ত ৩৫টি প্রকল্পের মোট আবেদনপত্র জমা পড়েছে ৫৪৯১টি। সবচেয়ে বেশি আবেদনপত্র জমা পড়েছে লক্ষীভান্ডার প্রকল্পে। এই প্রকল্পের জন্য মোট আবেদনপত্র জমা পড়েছে ১১৫০ টি।সবচেয়ে কম জমা পড়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে, মাত্র ১টি আবেদনপত্র জমা পড়েছে।এই প্রসঙ্গে জানতে চাইলে সিউড়ি এক নম্বর ব্লকের এক কর্মকর্তা জানান যে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে সেগুলো ঠিক মতো ছাত্রছাত্রীরা জোগাড় করতে না পারায় এ ক্ষেত্রে একদম কম আবেদনপত্র জমা পড়েছে। পরবর্তী পর্যায়ে এ বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করতে করা হবে। এর জন্য আগাম ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *