দীপক কুমার দাসঃ
২৩ সেপ্টেম্বর শনিবার সিউড়ির রবীন্দ্র সদনে পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হলো তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ও তাদের গাওয়া গানের মাধ্যমে। দুদিনের এই সঙ্গীত অনুষ্ঠানে কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শচীন দেব বর্মণ, শ্যামল মিত্র ও রাহুল দেব বর্মণকে সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এদিন সঙ্গীত পরিবেশন করেন শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরী, মনোময় ভট্টাচার্য, ইন্দ্রনীল দত্ত, গার্গী ঘোষ, অরিত্র দাশগুপ্ত, তৃষা পাড়ুই, অমিত গাঙ্গুলি ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, জেলা শাসক বিধান রায়, সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী সহ সিউড়ি পৌরসভার কাউন্সিলরগণ। হল ভর্তি সঙ্গীতপ্রেমী মানুষদের কাছে প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পীদের গান গেয়ে শোনান সঙ্গীত শিল্পীরা।