সেখ রিয়াজুদ্দিনঃ
বাল্যবিবাহ দূরীকরণ ও বাল্য বিবাহ মুক্ত ভারতবর্ষ গড়ার লক্ষ্যে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ২৮ সেপ্টেম্বর বোলপুরে। তারাপুর সোস্যাল ডেভেলপমেন্ট সোসাইটির তরফে এদিন বোলপুর, লাভপুর ও রামপুরহাট এলাকা থেকে কুড়ি জন স্বেচ্ছাসেবকদের নিয়ে বোলপুর তারাপুর সোস্যাল ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সমাজ থেকে কি ভাবে বাল্যবিবাহ বন্ধ করা যাবে, অভিভাবকরা যেন বাল্য বিবাহ বন্ধ করেন বা কম বয়সী মেয়েদের বিয়ে না দেয় এই বিষয়ে তারা নিজ নিজ এলাকায় প্রচার অভিযান করবে। এদিনের শিবিরে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তারাপুর সোস্যাল ডেভেলপমেন্ট সোসাইটির জেলা কোঅর্ডিনেটর দেবাশীষ বেড়া, ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির পার্শ্ব আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানান যে, আগামী ১৬ অক্টোবরের পর্যন্ত তিনটি ব্লক ও একটি পৌরসভার মধ্যে অন্তত একটি গ্রাম বাল্যবিবাহ মুক্ত হোক সেই লক্ষ্যেই প্রয়াশ চালানো হচ্ছে।