সেখ রিয়াজুদ্দিনঃ
সদ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হতেই গঠিত হয় বোর্ড। ধাপে ধাপে অনুষ্ঠিত হয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বোর্ড গঠন প্রক্রিয়া। খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি নির্বাচনের পর স্থায়ী সমিতি গঠিত হয়। এরপর ২৬ সেপ্টেম্বর কর্মাধ্যক্ষ নির্বাচন করা হয়। সেখানে জনস্বাস্থ্য ও পরিষেবা কর্মাধ্যক্ষ নির্বাচিত হন ফজিলা বিবি। পূর্তকার্য ও পরিবহন কর্মাধ্যক্ষ পারমিনা খাতুন। কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ নির্বাচিত হন আইনুস খান। মৎস্য ও প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ পূজা গঁড়াই। বন ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ সেখ রহমত। শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ প্রান্তিকা চ্যাটার্জী। খাদ্য সরবরাহ কর্মাধ্যক্ষ ভূবন বাগ্দী। নারী শিশু উন্নয়ন ও ত্রাণ কর্মাধ্যক্ষ মিঠু ঘোষ এবং বিদ্যুৎ ও ক্ষুদ্র শিল্প কর্মাধ্যক্ষ নির্বাচিত হন পিউ সৌ মন্ডল। উল্লেখ্য স্থায়ী সমিতি গঠনের সময় যে টানটান উত্তেজনা বা ভোটাভুটির সম্মুখীন হতে হয়েছিল এদিন কিন্তু শান্তিপূর্ণভাবে কর্মাধ্যক্ষ নির্বাচন পর্ব অনুষ্ঠিত হয় বলে জানা যায়।