জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের প্রতিযোগিতা- মাড়গ্রাম উচ্চ বিদ্যালয়ে

সেখ রিয়াজুদ্দিনঃ

“আজকের শিশু আগামীর ভবিষ্যৎ”….। জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের পরিচালনায় মাড়গ্রাম উচ্চ বিদ্যালয়ে ২৯-৩০ সেপ্টেম্বর, দুই দিন ব্যাপী ৩১ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের শুভসূচনা করা হয় শুক্রবার। শিশুদের সুন্দর বিকাশ নিশ্চিতকরণ আমাদের সকলের অন্যতম একটি কর্তব্য।প্রত্যেক শিশুর প্রতি অফুরন্ত স্নেহ ও ভালোবাসা এবং ভবিষ্যতের একরাশ শুভকামনা জানান এদিনের অনুষ্ঠান মঞ্চে আগত অতিথিবৃন্দ। বীরভূমের রামপুরহাট ২ নম্বর ব্লকের মাড়গ্রাম থানার অন্তর্গত মাড়গ্রাম উচ্চ বিদ্যালয়ে দুইদিন ধরে চলবে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান। জানা যায় বীরভূমের ৪০২টি বিদ্যালয় থেকে অন্তত ১২০০ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডঃ আশীষ ব্যানার্জী, মহকুমা শাসক সাদ্দাম নাভাস, রামপুরহাট পুলিশ আধিকারিক ধীমান মিত্র, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, হাঁসান বিধানসভা কেন্দ্রের বিধায়ক অশোক কুমার চ্যাটার্জী, রামপুরহাট ২ নম্বর ব্লক বিডিও রাজিব পোদ্দার সহ অন্যান্য আধিকারিক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *