শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ি সংলগ্ন কড়িধ্যার শালবনীতে গড়ে ওঠা “স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমে” নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ৩০ সেপ্টেম্বর বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হলো। নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি পুলিশের চাকরি করতে এসে অসহায় মায়েদের কথা ভেবে বীরভূমের কড়িধ্যা শালবুনি আদিবাসী পাড়ায় এক বছর আগেই গড়ে উঠেছে এই বৃদ্ধাশ্রম। অসহায়,সম্বলহীন মায়েদের জন্য এই বৃদ্ধাশ্রমের যিনি গড়ে তুলেছেন তাঁর নাম ছবিলা খাতুন। সিউড়ি সাইবার ক্রাইম থানায় লেডি কনস্টেবল পদে তিনি কর্মরত। গত ২ অক্টোবর, ২০২২ এই বৃদ্ধাশ্রমের উদ্বোধন করেন বীরভূমের তৎকালীন পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি। আজ বৃদ্ধাশ্রমে থাকা ২০ জন মায়েদের জন্য অনুষ্ঠিত হয় স্বাস্থ্য পরীক্ষা। কলকাতা থেকে আগত “স্বাস্থ্য সুরাহা” নামে একটি সংস্থা বৃদ্ধাশ্রমে থাকা মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করেন ও তুলে দেওয়া হয় স্বাস্থ্য কার্ড। সিউড়ি থেকে পরিবার ওয়েলফেয়ার সংস্থা এইসব মায়েদের হাতে তুলে দেন নতুন বস্ত্র। মহাম্মদবাজারের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘একতা’ রং পক্ষ থেকে বৃদ্ধাশ্রমে থাকা মায়েদের হাতে তুলে দেন ফল ও মিষ্টি। এই বৃদ্ধাশ্রমের কর্ণধার তথা প্রতিষ্ঠাতা ছবিলা খাতুন জানান, “ছোটবেলা থেকেই অসহায় মানুষের জন্য কিছু করার ইচ্ছে ছিল। পুলিশের চাকরি করতে এসে সে দেখেছে সহায়-সম্বলহীন নারীদের দুর্দশা। সেই ভাবনা থেকেই তার স্বপ্নের গাড়ি বিক্রি করে “স্বপ্নপুরী বৃদ্ধাশ্রম” নামে এই প্রতিষ্ঠান তিনি নির্মাণ করেছেন। সম্পূর্ন বিনা খরচে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন সিউড়ি থানার পুলিশ আধিকারিক, অধ্যাপক ড. রবিন ঘোষ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা। সিউড়ির এক প্রথিতযশা সংগীত শিল্পী মানবী সরকারের সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।